সুনামগঞ্জে এক সপ্তাহে ১২৪ আসামি কারাগারে

Daily Ajker Sylhet

admin

০৩ এপ্রি ২০২৩, ১২:৩২ অপরাহ্ণ


সুনামগঞ্জে এক সপ্তাহে ১২৪ আসামি কারাগারে

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে এক সপ্তাহে বিভিন্ন অপরাধে ১২৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে এ তথ্য জানান সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ।

তিনি জানান, গত এক সপ্তাহে সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্টভুক্ত সাতজন, সিআর ওয়ারেন্টভুক্ত তিনজন, জিআর সাজা ওয়ারেন্টভুক্ত দুজন, সিআর সাজা ওয়ারেন্টভুক্ত দুজন, মাদক মামলায় চারজন, চোরাচালান মামলায় পাঁচজন, চুরি মামলায় ৯ জন, প্রকাশ্য জুয়া মামলায় ২৮ জন, ফৌজদারি কা-বিধি ৫৪ ধারায় ৯ জন ও ১৫১ ধারায় পাঁচজন, পুলিশ আইনের ৩৪ ধারায় তিনজন এবং অন্যান্য মামলায় ৪৭ জনসহ সর্বমোট ১২৪ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

এ ছাড়া গত এক সপ্তাহে চোরাচালান মামলায় ১৩০০ কেজি ভারতীয় চিনি, দুটি সিএনজিচালিত অটোরিকশা, ৬০ বোতল ভারতীয় মদ, চুরি মামলায় দুটি গরু, একটি সিলিংফ্যান, দুটি বাটন মোবাইল, ডাকাতি মামলায় ১২টি গরু, মোটরসাইকেল একটি, বাটন মোবাইল দুটি, ছুরি একটি, কিরিচ একটি, ক্ষুর একটি, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা মামলায় স্টিল বডি নৌকা একটি, ইঞ্জিন একটি, ৪২০ ঘনফুট বালু এবং মাদক মামলায় ২৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ আরও বলেন, সুনামগঞ্জ জেলাকে মাদক ও অপরাধমুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

Sharing is caring!