সুনামগঞ্জে ডাকাতি, ঢাকায় গ্রেপ্তার
০৬ জুন ২০২৩, ০১:৪১ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের ছাতক এলাকায় ছয় মাস আগে এক ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (৫ জুন) রাতে রাজধানীর পল্টন এলাকা থেকে সোহেল মিয়া নামের ৩৯ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন র্যাব-৩ অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, গত বছরের ২৭ ডিসেম্বর সুনামগঞ্জের ছাতক থানার জালালপুর এলাকায় সাইদুল ইসলাম ডালিমের বাড়িতে ডাকাতি হয়। সেই ডাকাতিতে নেতৃত্ব দেন সোহেল। তার ডাকাত দলে বেশ কিছু সদস্য রয়েছে। সুনামগঞ্জসহ আশপাশের এলাকায় তারা বেশ কিছু দিন ধরে ডাকাতির করে আসছিল।
সোহেলের নামে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে জানিয়ে এই র্যাব কর্মকর্তা বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে জেল খেটে জামিনে বের হয়ে আবার ডাকাতিতেই জড়িয়ে পড়ত সোহেল।
লেফটেনেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডালিমের বাড়িতে ডাকাতির কথা স্বীকার করেছে সে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।