সুপ্রিম কোর্টে সেনা মোতায়েন, রয়েছে র‌্যাব-পুলিশও

Daily Ajker Sylhet

admin

০৮ ফেব্রু ২০২৫, ০৪:০৮ অপরাহ্ণ


সুপ্রিম কোর্টে সেনা মোতায়েন, রয়েছে র‌্যাব-পুলিশও

স্টাফ রিপোর্টার: 

সারাদেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, হামলা ও পাল্টা হামলার ঘটনাকে কেন্দ্র করে বাড়তি সতর্কতার অংশ হিসেবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সেনা সদস্যদের মোতায়েন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে উল্লেখযোগ্য সংখ্যক সেনা সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায় সুপ্রিম কোর্ট এলাকায়।

এ সময় তাদের কাছে ভারি অস্ত্র ও সাঁজোয়া যান লক্ষ্য করা গেছে। সেনাবাহিনীর সঙ্গে নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন পুলিশ ও র‌্যাবের অতিরিক্ত সদস্যরা।

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে এ বাড়তি সতর্কতা নেয়া হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।

 

Sharing is caring!