হবিগঞ্জে বিএনপি তিন নারী নেত্রী আটক

Daily Ajker Sylhet

admin

১৩ নভে ২০২৩, ০৬:২৩ অপরাহ্ণ


হবিগঞ্জে বিএনপি তিন নারী নেত্রী আটক

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ শহরে নাশকতার চেষ্টার অভিযোগে হবিগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সাধারণ সম্পাদকসহ ৩ নারী নেত্রীকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে শহরের নতুন বাস টার্মিনাল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) অজয় চন্দ্র দেব।

আটককৃতরা হলেন, হবিগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি ফাতেমা ইয়াসমিন, সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা ও মহিলা দলের নেত্রী সুমা আক্তার।

পুলিশ জানায়, বিএনপি ও সমমনা দলগুলোর দেয়া অবরোধের সমর্থনে হবিগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি ফাতেমা ইয়াসমিনসহ একদল মহিলা নেত্রী বাস টার্মিনাল এলাকায় গিয়ে নাশকতার চেষ্টা করে। এসময় ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, নাশকতার চেষ্টার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। তাদের নামে একাধিক মামলা রয়েছে। বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

Sharing is caring!