হবিগঞ্জে যুবদল নেতার মামলায় কারাগারে আ’লীগ নেতা

Daily Ajker Sylhet

admin

১৮ জানু ২০২৫, ০১:০২ অপরাহ্ণ


হবিগঞ্জে যুবদল নেতার মামলায় কারাগারে আ’লীগ নেতা

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের মাধবপুরে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। পরে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় যুবদল নেতার দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার হওয়া মিজানুর রহমান আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে মাধবপুর পৌর শহরের শিবপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা মাধবপুর থানার এসআই শাহনুর আলম জানান, গত আগস্ট মাসে দেশব্যাপী ছাত্র-আন্দোলনের সময় মাধবপুর বাজারে মারামারি, ভাঙচুর ও নাশকতামূলক কাজে জড়িত থাকার অভিযোগ এনে মাধবপুর ধর্মঘরের আমিনুল ইসলাম নামে এক যুবদল নেতা মিজানুরের বিরুদ্ধে মামলা করেন। সেই মামালায় তাকে গ্রেফতার করা হয়েছে।

Sharing is caring!