হবিগঞ্জ জেলা পরিষদের উপ-নির্বাচনে জয়ী আলেয়া
০৯ মার্চ ২০২৪, ০৫:১৫ অপরাহ্ণ
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ জেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার আনারস প্রতীকে ৫৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. আলমগীর চৌধুরী পেয়েছেন ৫০১ ভোট।
জেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান জানান, জেলার ৯টি কেন্দ্রে সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয় ইভিএম পদ্ধতিতে। এতে জেলার ৭৮ টি ইউনিয়ন, ৫ টি পৌরসভা ও ৯টি উপজেলা পরিষদের ১১ শত ৪ জন ভোটার ছিলেন। এর মধ্যে ১ হাজার ৭৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে আনারস প্রতীকে আলেয়া আক্তার ৫৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এডভোকেট মো. আলমগীর চৌধুরী পেয়েছেন ৫০১ ভোট।
এছাড়াও অপর প্রার্থী ফরিদ উদ্দিন তালুকদারের (মোটর সাইকেল) প্রতীকে ৬ ও এডভোকেট নূরুল হক (চশমা) ৫ ভোট পেয়েছেন। শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কোন কেন্দ্রে অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।