হবিগঞ্জ সীমান্তে ৯টি ভারতীয় চোরাই গরু জব্দ

Daily Ajker Sylhet

admin

০৯ অক্টো ২০২৩, ০৩:১৫ অপরাহ্ণ


হবিগঞ্জ সীমান্তে ৯টি ভারতীয় চোরাই গরু জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি:
চোরাই পথে হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত দিয়ে আসা ৯টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সোমবার (৯ অক্টোবর) সকালে উপজেলার চিমটিবিল সীমান্তের ১৯৭১-এর ৬এস পিলারের কাছ থেকে গরুগুলোকে জব্দ করে বিজিবি চিমটিবিল ক্যাম্পের সদস্যরা।

চিমটিবিল বিজিবি ক্যাম্প কমান্ডার নাজমুল হোসেন জানান, ওই সময় একদল বিজিবি সদস্য টহলে ছিল। এসময় চোরাকারবারিরা কাটা তারের বেড়া পেরিয়ে গরুগুলো বাংলাদেশে নিয়ে আসে। বিজিবি সদস্যরা বিষয়টি আচ করতে পেরে চোরাকারবারিদের ধাওয়া দিলে তারা গরু রেখে পালিয়ে যায়। পরে ৯টি ছোট বড় গরু জব্দ করা হয়।
নাজমুল হোসেন জানান, সীমান্তে যে কোন ধরনের মাদক ও চোরাকারবারি রোধে বিজিবি বদ্ধ পরিকর।

Sharing is caring!