Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

হাসবুনাল্লাহ অর্গানাইজেশনের উদ্যোগে সুন্নতে খৎনা ও গুণীজনদের সংবর্ধনা প্রদান

admin

প্রকাশ: ১১ মার্চ ২০২৩ | ০১:৩৫ অপরাহ্ণ | আপডেট: ১১ মার্চ ২০২৩ | ০১:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
হাসবুনাল্লাহ অর্গানাইজেশনের উদ্যোগে সুন্নতে খৎনা ও গুণীজনদের সংবর্ধনা প্রদান

Manual3 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তি:
বিয়ানীবাজার উপজেলার অন্যতম সামাজিক সংগঠন হাসবুনাল্লাহ অর্গানাইজেশনের উদ্যোগে হতদরিদ্র ও অসচ্ছল পরিবারের শিশুদের বিনামূল্যে সুন্নতে খৎনা প্রদান করা হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ খৎনা ক্যাম্পে প্রায় অর্ধশতাধিক শিশুকে সুন্নতে খৎনা প্রদানের পাশাপাশি বিনামূল্যে ওষুধ ও পোষাক তুলে দেওয়া হয়। পরে দুপুরে সংগঠনটির আয়োজনে আলোচনা সভা ও গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়।

অর্গানাইজেশনের সভাপতি মাওলানা আখতারুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুরুল হাসানের পরিচালনায় আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব।

Manual1 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদ সদস্য খসরুল হক খসরু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতী শিব্বির আহমদ, এম ফিল গবেষক প্রভাষক আব্দুস সামাদ আজাদ, ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডা. শিব্বির আহমদ সোহেল, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব গিয়াস উদ্দীন, মাস্টার ফয়জুল ইসলাম ও হাফেজ মাওলানা আব্দুল্লাহ।

Manual7 Ad Code

দিনব্যাপী ক্যম্পে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলে অর্গানাইজেশনের সহ-সভাপতি মাওলানা সোহাইল আহমদ, সহ-সভাপতি ফয়ছল আহমদ, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, কোষাধক্ষ ফরহাদ আহমদ, সহ-কোষাধক্ষ সাবের আহমদ, সমাজসেবা সম্পাদক তারেক আহমদ, সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন এহসান, সহ-সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ রাহি, ধর্ম বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সাদিক, সহ প্রচার সম্পাদক সুফিয়ান আহমদ, সদস্য সাকের ও জিল্লু প্রমূখ।

 

Manual6 Ad Code

শেয়ার করুন