১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ

Daily Ajker Sylhet

admin

২৫ নভে ২০২৩, ০৫:৪৮ অপরাহ্ণ


১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ

অনলাইন ডেস্ক:
বিশ্বকাপ শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে দ্বিপক্ষীয় সিরিজ শুরু করছে বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে সিলেটে ২৮ নভেম্বর মুখোমুখি হবে দু’দল। মাত্র ১০০ টাকায় মাঠে বসে দেখা ম্যাচটি।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টিকিটে দাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ১০০ টাকা ও সর্বোচ্চ ১ হাজার টাকা মূল্য নির্ধারিত করেছে বিসিবি। গ্রিণ গ্যালারি ও পশ্চিম গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ১০০ টাকা, পূর্ব গ্যালারি ২০০ টাকা। ৩০০ টাকা খরচ করতে হবে ক্লাব হাউজে বসে খেলা দেখতে। আর গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ১০০০ টাকা।

লাক্কাতুরা সিলেট স্টেডিয়ামের টিকিট কাউন্টারে মিলবে এই টিকিট। এ ছাড়া পাওয়া যাবে রিকাবিবাজার সিলেট জেলা স্টেডিয়ামের বুথে। ২৭ নভেম্বর থেকে ম্যাচ চলাকালীন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা ৩০ পর্যন্ত টিকিট পাওয়া যাবে।

Sharing is caring!