Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

অবরোধ চলাকালে মহানগর যুবদলের পিকেটিং মিছিল

admin

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৩ | ১২:২৯ অপরাহ্ণ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৩ | ১২:২৯ অপরাহ্ণ

ফলো করুন-
অবরোধ চলাকালে মহানগর যুবদলের পিকেটিং মিছিল

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিএনপি কেন্দ্র আহুত ৯ম দফা টানা ৪৮ ঘন্টার অবরোধের শেষ দিনে নগরীতে পিকেটিং ও মিছিল করেছে সিলেট মহানগর যুবদল। সোমবার দুপুরে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেনের নেতৃত্বে নগরীর মেন্দিবাগ এলাকায় পিকেটিং শেষে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য তোফাজ্জল হোসেন বেলাল, জেলা যুবদলের সাবেক আহবায়ক কমিটির সাবেক লিটন আহমদ, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য এমদাদুল হক স্বপন, যুবদল নেতা রাসেল আহমদ, দুলাল আহমদ, পারভেজ খান জুয়েল, শাহেদ আহমদ, এম এ সালাম, বাবলু মিয়া, রিপন চৌধুরী, এম এ হাসান, নূর মোহাম্মদ খান, মাকসুদুল করিম ইমন, আজাদুর রহমান আজাদ, হোসেন আহমদ, কবির হোসেন, মোঃ সবরুল ইসলাম, মুজিবুল হক রাহাত, আব্দুল আলীম, কামাল হোসেন, হুমায়ূন কিবরিয়া জুনেল, সালেক খান, আমিনুল হক তুহিন, ইমাম উদ্দিন রুজেল, প্রদীপ পাল, আবুল হোসেন, জাবেদ আহমদ, বাবলা আহমদ, রাজন আহমদ, লায়েক আহমদ, করিম মিয়া, ফয়জুল, আসাদুর রহমান রনি, পারভেজ আহমদ, তানজিম হোসেন লিটন, রুয়েল মিয়া, লিটন সিং, সৈয়দ আবু ওয়াকিল, সামাদ হোসেন, সৈয়দ ঈফতি, শহিদুল ইসলাম, সামসুল ইসলাম, রাজন আহমদ সাদ্দাম ও আনোয়ার হোসেন হৃদয় প্রমুখ।

মিছিল পরবর্তী সমাবেশে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন বলেন- প্রহসনের তফসিলে একতরফা নির্বাচনের আয়োজন করতে গিয়ে বাকশালী সরকার নিজেরাই ফাদে পড়েছে। তারা বিরোধী রাজনৈতিক দলের প্রার্থী না পেয়ে নিজ দলের স্বতন্ত্র প্রার্থীদের দিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার ষড়যন্ত্র করছে। আরেকবার জাতির কাছে তাদের ভোট চুরির মুখোশ উন্মোচিত হয়েছে। ঐ নির্বাচনে দেশপ্রেমিক কোন নাগরিক অংশগ্রহণ করবে না। ফরমায়েসী তফসিল বাতিল ছাড়া বাকশালী সরকারের শেষ রক্ষা হবে না। এদেশে গণতন্ত্রের বিজয় সময়ের ব্যাপার মাত্র। হামলা-মামলা, গ্রেপ্তার-নির্যাতন চালিয়ে জিয়ার সৈনিকদের চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন থেকে সরানো যাবে না।

Manual7 Ad Code

শেয়ার করুন