Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে নতুন প্রধানমন্ত্রী ঘোষণা করলেন ম্যাক্রোঁ

admin

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪ | ১২:৩৭ অপরাহ্ণ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ | ১২:৩৭ অপরাহ্ণ

ফলো করুন-
অবশেষে নতুন প্রধানমন্ত্রী ঘোষণা করলেন ম্যাক্রোঁ

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক:
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হলেন ফ্রাঁসোয়া বায়রু। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তাকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দিয়েছেন।

সম্প্রতি ঐতিহাসিক এক অনাস্থা ভোটে প্রবীণ রাজনীতিবিদ প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়া ক্ষমতাচ্যুত হন। এর পরই কে হচ্ছেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী তা নিয়ে চলছিল নানা জল্পনা-কল্পনা। মধ্যপন্থী জোটের ৭৩ বছর বয়সি বায়রু কয়েক দশক ধরে ফরাসি রাজনীতিতে সুপরিচিত ব্যক্তিত্ব।

Manual7 Ad Code

জাতীয় পরিষদে কোনো একক দলের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টায় তার রাজনৈতিক অভিজ্ঞতাকে গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হয়। ফ্রান্সে সবশেষ সংসদীয় নির্বাচনে কোনো দলের সামগ্রিক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় একটি ঝুলন্ত সংসদ গঠিত হয়। সেখানে সরকারের বেঁচে থাকার একমাত্র চাবিকাঠি থাকে অতি ডানপন্থিদের হাতে।

Manual1 Ad Code

এদিকে গত সপ্তাহে ম্যাক্রোঁ অঙ্গীকার করেছেন, ২০২৭ সালে তার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন। যদিও বিরোধীদের কেউ কেউ তারও পদত্যাগ দাবি জানিয়েছে।

Manual8 Ad Code

শেয়ার করুন