Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে যাচ্ছেন লিটন!

admin

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩ | ১২:২১ অপরাহ্ণ | আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ | ১২:২১ অপরাহ্ণ

ফলো করুন-
অবশেষে যাচ্ছেন লিটন!

Manual2 Ad Code

ক্রীড়া ডেস্ক:
কলকাতা নাইটরাইডার্স দলের সঙ্গে আজ যোগ দেওয়ার কথা লিটন দাসের। তবে আহমেদাবাদের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে না। তিনি কলকাতায় থাকবেন। নাইটরাইডার্স জানিয়েছে, ঢাকা থেকে কলকাতায় আসবেন লিটন।

Manual7 Ad Code

দল এই মুহূর্তে আহমেদাবাদে রয়েছে। সেখানে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ রয়েছে কেকেআরের। সেই ম্যাচ খেলে কলকাতায় ফিরবে কেকেআর। তখন দলের সঙ্গে যোগ দেবেন লিটন। পরের ম্যাচ থেকে লিটনকে খেলাতে পারবে কেকেআর। কলকাতার পরবর্তী ম্যাচ ১৪ এপ্রিল।

Manual1 Ad Code

হায়দরাবাদের বিপক্ষে কলকাতায় হবে সেই ম্যাচ। সাকিব আল হাসান ও লিটনকে নিলামে কিনতে দুই কোটি রুপি খরচ করেছিল কেকেআর। সাকিব আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তার বদলে জেসন রয়কে দলে নেয় কলকাতা। এদিকে মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ দল। যাবেন লিটনও।

 

Manual6 Ad Code

শেয়ার করুন