Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিলো সৌদি আরব

admin

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫ | ১১:৪১ পূর্বাহ্ণ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ | ১১:৪১ পূর্বাহ্ণ

ফলো করুন-
অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিলো সৌদি আরব

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সৌদি আরবে কর্মক্ষেত্র থেকে পলাতক প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটির সরকার। কর্তৃপক্ষ জানিয়েছে, ইচ্ছা করলে প্রবাসীরা নতুন প্রতিষ্ঠান ঠিক করে কুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে ট্রান্সফারের মাধ্যমে বৈধ হওয়ার সুযোগ পাবেন তারা।

Manual5 Ad Code

সৌদি আরবে বর্তমানে প্রায় ৩২ লাখ বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন। এর মধ্যে অনেকেই নানা কারণে কর্মক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার পর দেশটির প্রশাসনের কাছে অবৈধ ঘোষিত হয়েছিলেন। তবে এবার তাদের জন্য এলো সুখবর।

সৌদি সরকার হুরুবপ্রাপ্ত বা কর্মক্ষেত্র থেকে পলাতক হয়ে অবৈধ অবস্থায় থাকা প্রবাসীদের বৈধ হওয়ার নতুন সুযোগ দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবাসীরা চাইলে নতুন কফিল বা কোম্পানি ঠিক করে কুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রক্রিয়া সম্পন্ন হলে কাফালা বা ট্রান্সফারের মাধ্যমে তারা বৈধ হবেন।

প্রবাসীরা বলছেন, সরকার খুব সুন্দর একটি উদ্যোগ নিয়েছে। যারা এতদিন অবৈধভাবে ছিলেন, তাদের জন্য বৈধ হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। নানা সমস্যা সমাধানের পথও খুলে দেওয়া হয়েছে এই উদ্যোগের মাধ্যমে।

Manual1 Ad Code

সৌদি প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন, এ সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। সবাইকে বৈধ পথে আসতে হবে এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে হবে। এতে প্রবাসীদের জীবন যেমন স্বাভাবিক হবে, তেমনি দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে।

Manual6 Ad Code

তবে ট্রান্সফারের ফি সম্পর্কে আবেদনকারীরা অগ্রিম কিছু জানতে পারবেন না। কেবল কুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে প্রক্রিয়া শুরু করার পরই সিস্টেম থেকে সেই তথ্য পাওয়া যাবে।

Manual8 Ad Code

একইসঙ্গে কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, যারা সৌদিতে আসার এক বছরের মধ্যেই কফিল কর্তৃক হুরুবপ্রাপ্ত হয়েছেন, তারা এই সুযোগের আওতায় আসবেন না।

শেয়ার করুন