Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

অভিনয়কে বিদায়, বিয়ের পর কেমন আছেন নায়িকা?

admin

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩ | ০১:৫৩ অপরাহ্ণ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ | ০১:৫৩ অপরাহ্ণ

ফলো করুন-
অভিনয়কে বিদায়, বিয়ের পর কেমন আছেন নায়িকা?

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক:
বিয়ের জন্য ১৩ বছরের অভিনয় ক্যারিয়ারে ইতি টেনেছেন কলকাতার ছোট পর্দার অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। বিয়ের পর কেমন আছেন নায়িকা, জানতে উদগ্রীব তার অনুরাগীরা। সপ্তাহ তিনেক আগে সামাজিকমাধ্যমে একটি ছবি শেয়ার করেছিলেন। সেই ছবি ঘিরে ভক্তদের নানান মন্তব্য দেখা গেছে। কিন্তু কোনোটিরই জবাব দেননি রুশা।

Manual2 Ad Code

বিয়ের পর বর অনুরণ রায় চৌধুরীর বাহ্যিক অবয়ব নিয়ে কটাক্ষ শুনতে হয়েছিল। তা নিয়েই কি মনখারাপ অভিনেত্রীর? যদিও বিষয়টি এখনো পরিষ্কার নয়, এর মধ্যেই প্রকাশ্যে এল রুশার বিয়ের নতুন ছবি। যা দেখে উচ্ছ্বসিত নায়িকার অনুরাগীরা। আইবুড়ো ভাত, গায়েহলুদ থেকে বিয়ে— রুশার বিয়ের এমন অনেক অদেখা ছবিই এল প্রকাশ্যে।

Manual8 Ad Code

সেই সব ছবিকে এক সুতোয় গেঁথে ভিডিও তৈরি করে পোস্ট করেছেন রুশার ফটোগ্রাফার। তা দেখে অনেকেরই বক্তব্য, নিজের বিয়ের ভিডিও নিজে কেন পোস্ট করলেন না রুশা? আবার কেউ লিখেছেন ‘আর কি সত্যিই কোনো দিন পর্দায় দেখা যাবে না রুশাকে?’ সেই উত্তর অবশ্য আগেই আনন্দবাজার অনলাইনকে দিয়েছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন, ১৩ বছরের অভিনয় ক্যারিয়ারকে বিদায় জানিয়ে বিদেশে গিয়ে গুছিয়ে সংসার করতে চান তিনি।

Manual7 Ad Code

চলতি বছরের ১৯ জানুয়ারি ধুমধাম করে বিয়ে সারেন রুশা। আমেরিকা নিবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে বিয়ে করেছেন নায়িকা। আমেরিকায় যাওয়ার পর থেকে মাত্র একটাই ছবি পোস্ট করেছিলেন তিনি। আপাতত তার নতুন সংসারের এক ঝলক দেখার অপেক্ষায় রুশার অনুরাগীরা।

উল্লেখ্য, ২০০৯ সালে স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘ওগো বধূ সুন্দরী’র হাত ধরে অভিনয় জীবনের সূচনা করেন রুশা। এই সিরিয়ালের নায়িকা ললিতার (ঋতাভরী চক্রবর্তী) বোন অর্থাৎ লাবণ্যের চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর ২০১৩ সালে ‘তোমায় আমায় মিলে’তে মুখ্য চরিত্রে দেখা যায় তাকে।

শেয়ার করুন