অভিবাসী গ্রহণে লাগাম টানছে কানাডা

Daily Ajker Sylhet

admin

২৬ অক্টো ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ণ


অভিবাসী গ্রহণে লাগাম টানছে কানাডা

স্টাফ রিপোর্টার:
কয়েক বছর ধরে ব্যাপকহারে অভিবাসী গ্রহণ করার পর এবার অভিবাসন লক্ষ্যমাত্রাকে উল্লেখযোগ্যভাবে কমানোর সিদ্ধান্ত নিয়েছে কানাডা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এ তথ্যটি নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর কানাডার জনসংখ্যা প্রায় ৪ কোটি ১০ লাখে পৌঁছেছে। এ অবস্থায় জনসংখ্যা বৃদ্ধি থামাতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এর আগে, ২০২৫ ও ২০২৬ সালে ৫ লাখ করে নতুন স্থায়ী বাসিন্দাকে নথিভুক্ত করার পরিকল্পনা নেয় অভিবাসন মন্ত্রণালয়। তবে সংশোধিত অভিবাসন লক্ষ্যমাত্রায় এ সংখ্যা কমিয়ে ২০২৫ সালে ৩ লাখ ৯৫ হাজার এবং ২০২৬ সালে ৩ লাখ ৮০ হাজার করা হয়েছে।

জানা গেছে, ২০২৭ সালের লক্ষ্যমাত্রা আরও কমিয়ে ৩ লাখ ৬৫ হাজার নির্ধারণ করা হয়েছে। কয়েক বছর ধরেই স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে কানাডায় আসা মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ফলে জন বিস্ফোরণের আগেই তা থামানোর চেষ্টা করছে দেশটি। বিশেষ করে আবাসন ও ক্রয়ক্ষমতার পর চাপ সৃষ্টি হয়েছে বলে স্বীকার করেছেন কানাডার মন্ত্রীরা। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে অভিবাসন ইস্যুটি বেশ গুরুত্ব পাচ্ছে।

এক অনুসন্ধানে দেখা গেছে, ৫৮ শতাংশ কানাডিয়ান মনে করেন, অনেক বেশি অভিবাসী গ্রহণ করা হচ্ছে।

Sharing is caring!