Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএল সেরা নারিন, ফাইনালে সেরা মিচেল স্টার্ক

admin

প্রকাশ: ২৭ মে ২০২৪ | ০১:৪১ অপরাহ্ণ | আপডেট: ২৭ মে ২০২৪ | ০১:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
আইপিএল সেরা নারিন, ফাইনালে সেরা মিচেল স্টার্ক

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক:
কলকাতা নাইট রাইডার্সের তৃতীয় শিরোপা জয়ে অবিশ্বাস্য পারফরম্যান্সে আইপিএলের ১৭তম আসরে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন সুনীল নারিন।

Manual4 Ad Code

রোববার চেন্নাইয়ে অনুষ্ঠিত আইপিএলের ১৭তম আসরের ফাইনালে দারুণ পারফরম্যান্স করে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন কেকেআরের অস্ট্রেলিয়ান তারকা পেসার মিচেল স্টার্ক।

Manual3 Ad Code

ফাইনাল ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মিচেল স্টার্কের প্রথম স্পেল ছিল অবিশ্বাস্য। প্রথম কোয়ালিফায়ারের মতো ফাইনালেও প্রথম স্পেলে আগুন ঝরালেন স্টার্ক।

এদিন প্রথম ওভারেই অভিষেক শর্মাকে আউট করেন তিনি। পরের ওভারে আউট করেন রাহুল ত্রিপাঠিকে। প্রথম স্পেলে ৩ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট নেন স্টার্ক। তাতেই কেকেআরের জয়ের ভিত তৈরি হয়ে যায়।

Manual3 Ad Code

ফাইনাল ম্যাচ দুর্দান্ত বোলিং করে ম্যাচ সেরা নির্বাচিত হন মিচেল স্টার্ক।

Manual7 Ad Code

আইপিএলের সদ্য শেষ হওয়া আসরের শুরু থেকে শেষ ম্যাচ পর্যন্ত ধারাবাহিক পারফর্ম করে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন কলকাতা নাইট রাইডার্সের তারকা অলরাউন্ডার সুনীল নারিন।

ক্যারিবীয় এই তারকা অলরাউন্ডার ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সে ৪৮৮ রান সংগ্রহের পাশাপাশি বল হাতেও দুর্দান্ত পারফর্ম করেন। বল হাতে তিনি শিকার করেন ১৭ উইকেট। ব্য্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন কেকেআরের তারকা অলরাউন্ডার সুনীল নারিন।

শেয়ার করুন