Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী মিছিল থেকে পুলিশকে ধাওয়া, এসআইকে কুপিয়ে জখম

admin

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫ | ০১:১৯ অপরাহ্ণ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ | ০১:১৯ অপরাহ্ণ

ফলো করুন-
আওয়ামী মিছিল থেকে পুলিশকে ধাওয়া, এসআইকে কুপিয়ে জখম

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে সেখানে অভিযানে যাওয়া পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) কুপিয়ে জখম করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) রাতে নগরীর ইশানমিস্ত্রি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যের নাম আবু সাঈদ রানা। তিনি বন্দর থানায় কর্মরত রয়েছেন।

Manual5 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ইশানমিস্ত্রি ঘাট এলাকায় আওয়ামী লীগে কর্মীরা ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে বন্দর থানা পুলিশের চার থেকে পাঁচ জনের একটি দল সেখানে যায়। পুলিশ দেখে আওয়ামী লীগের মিছিল থেকে তাদের ধাওয়া করা হয়। এ সময় অন্যরা সেখান থেকে পিছু হটলেও এসআই আবু সাঈদ রানা মাটিতে পড়ে যান। তখন তাকে কুপিয়ে জখম করা হয়।

Manual2 Ad Code

নগর পুলিশের উপ কমিশনার (বন্দর) আমিরুল ইসলাম বলেন, আওয়ামী মিছিল থেকে পুলিশের এক এসআইকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনার পর সেখানে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন