Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আগামী ৫ বছরের মধ্যে অর্ধেকের বেশি মামলার জট কমবে: আইন উপদেষ্টা

admin

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫ | ০১:০১ অপরাহ্ণ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ | ০১:০১ অপরাহ্ণ

ফলো করুন-
আগামী ৫ বছরের মধ্যে অর্ধেকের বেশি মামলার জট কমবে: আইন উপদেষ্টা

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল মন্তব্য করেছেন, আগামী ৫ বছরের মধ্যে দেশের অর্ধেকের বেশি মামলার জট কমে যাবে। তিনি আরও মনে করেন যে, এর এক তৃতীয়াংশ মামলা লিগ্যাল এইডের মাধ্যমে কমানো সম্ভব হবে।

সোমবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধন অনুষ্ঠানে আইন উপদেষ্টা এই আশাবাদ ব্যক্ত করেন।

Manual8 Ad Code

আইন উপদেষ্টা তার বক্তব্যে সংস্কার মানে সংবিধান পরিবর্তন নয়, উল্লেখ করে বলেন, ‘সংস্কার মানে আইনের পরিবর্তন।’ তিনি মনে করিয়ে দেন যে, সংস্কার ‘রাতারাতি করা সম্ভব না, বরং এটি ধাপে ধাপে করতে হবে।’

উপদেষ্টা জানান, আইন মন্ত্রণালয় বর্তমানে ২১টি রেফর্মের কাজ করছে। তিনি বলেন, ‘ই-রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শুরু করে দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার।’

Manual5 Ad Code

ড. আসিফ নজরুল আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলো বাংলাদেশকে বেশি ভালোবাসে, এবং তারা অন্তর্বর্তী সরকারের শুরু করে যাওয়া বাকি থাকা কাজ করবে। এই অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানও উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

শেয়ার করুন