Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আজ থেকে নতুন সূচিতে শেয়ারবাজারে লেনদেন

admin

প্রকাশ: ১২ মার্চ ২০২৪ | ১১:৫৫ পূর্বাহ্ণ | আপডেট: ১২ মার্চ ২০২৪ | ১১:৫৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
আজ থেকে নতুন সূচিতে শেয়ারবাজারে লেনদেন

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
পবিত্র রমজান মাস শুরু হয়েছে। রোজা উপলক্ষ্যে আজ মঙ্গলবার (১২ মার্চ) থেকে দেশের শেয়ারবাজারে লেনদেন শুরু হবে সকাল সাড়ে ৯টায়, চলবে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত।

Manual1 Ad Code

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

Manual7 Ad Code

ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে শেয়ারবাজারে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন হবে। পোস্ট ক্লোজিং সেশন থাকবে ১টা ৩০ মিনিট থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত। আর অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

Manual3 Ad Code

এদিকে রমজান মাসে বিমা কোম্পানির জন্য নতুন সময় সূচি নির্ধারণ করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। বিমা কোম্পানিগুলোকে পাঠানো চিঠিতে আইডিআরএ উল্লেখ করেছে, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার অফিস খোলা থাকবে। অফিসের সময়সূচি হবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। মাঝে ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

শেয়ার করুন