আজ থেকে নতুন সূচিতে শেয়ারবাজারে লেনদেন

Daily Ajker Sylhet

admin

১২ মার্চ ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ণ


আজ থেকে নতুন সূচিতে শেয়ারবাজারে লেনদেন

স্টাফ রিপোর্টার:
পবিত্র রমজান মাস শুরু হয়েছে। রোজা উপলক্ষ্যে আজ মঙ্গলবার (১২ মার্চ) থেকে দেশের শেয়ারবাজারে লেনদেন শুরু হবে সকাল সাড়ে ৯টায়, চলবে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে শেয়ারবাজারে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন হবে। পোস্ট ক্লোজিং সেশন থাকবে ১টা ৩০ মিনিট থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত। আর অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

এদিকে রমজান মাসে বিমা কোম্পানির জন্য নতুন সময় সূচি নির্ধারণ করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। বিমা কোম্পানিগুলোকে পাঠানো চিঠিতে আইডিআরএ উল্লেখ করেছে, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার অফিস খোলা থাকবে। অফিসের সময়সূচি হবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। মাঝে ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

Sharing is caring!