Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আজ রাতে আর মেট্রোরেল চলবে না

admin

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫ | ০৯:৫৬ অপরাহ্ণ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ | ০৯:৫৬ অপরাহ্ণ

ফলো করুন-
আজ রাতে আর মেট্রোরেল চলবে না

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual4 Ad Code

ঢাকার সচিবালয় এলাকায় মেট্রোরেলের ছাদে দুজন উঠে পড়ায় রাত ৮টার পর থেকে বন্ধ আছে পুরো মেট্রোরেল নেটওয়ার্ক। মেট্রো লাইনের বিভিন্ন জায়গায় আটকা পড়েছে একাধিক ট্রেন।

রাত ৯টার দিকে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৬) এক বার্তায় বলা হয়, ‘সচিবালয় স্টেশনে ২টা কারের মধ্যবর্তী স্থানে দুজন ব্যক্তি উঠে পড়ায় মেট্রোরেল চলাচল রাত ৮টা ৫মিনিট হতে বন্ধ করা হয়। আজকের অবশিষ্ট সময়ের জন্য ট্রেন আর চলাচল করবে না। যাত্রীদের অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

এখন উত্তরা উত্তর স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ৯টায়। আর মতিঝিল থেকে শেষ ট্রেন যাত্রা শুরু করে রাত ১০টা ১০ মিনিটে।

Manual7 Ad Code

মেট্রোরেলের পক্ষ থেকে বলা হয়, দুজনের মধ্যে একজন ট্রেনের উপরে ছিলেন। আরেকজন নেমে দৌড় দিয়েছেন। তার খোঁজ চলছে।

Manual7 Ad Code

এর আগে মেট্রোরেলের ছাদে দুই ব্যক্তি উঠে পড়ায় ট্রেন চলাচল বন্ধ করা হয়। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (জনসংযোগ) আহসান উল্লাহ শরীফী এ তথ্য নিশ্চিত করেন।

এখন উত্তরা উত্তর স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ৯টায়। আর মতিঝিল থেকে শেষ ট্রেন যাত্রা শুরু করে রাত ১০টা ১০ মিনিটে।

Manual6 Ad Code

শেয়ার করুন