আদালতে সাক্ষীকে জেরার সময় মারা গেলেন আইনজীবী

Daily Ajker Sylhet

admin

২২ মার্চ ২০২৩, ০৬:৩৭ অপরাহ্ণ


আদালতে সাক্ষীকে জেরার সময় মারা গেলেন আইনজীবী

স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামে এক মামলায় সাক্ষীকে জেরাকালে মাটিতে পড়ে গিয়ে জুবায়েরুল হক নামের একজন আইনজীবী মারা গেছেন। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম আদালত ভবনের দ্বিতীয় তলায় দ্বিতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. আমিরুল ইসলামের আদালতে এ ঘটনা ঘটেছে। আইনজীবী জুবায়েরুলের বাড়ি কক্সবাজারের চকরিয়ায়।

ঘটনা নিশ্চিত করে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নাজিম উদ্দীন চৌধুরী বলেন, নগরের কোতোয়ালি থানার একটি মাদক মামলায় সাক্ষীকে জেরা করছিলেন আইনজীবী জুবায়েরুল হক। এ সময় এজলাসে হঠাৎ তিনি দাঁড়ানো অবস্থা থেকে পড়ে যান।

উপস্থিত আইনজীবীরা জুবায়েরুলকে দ্রুত নগরের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
উপস্থিত আইনজীবীরা জুবায়েরুলকে দ্রুত নগরের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

এদিকে আজ আসরের নামাজের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে জুবায়েরুল হকের জানাজা অনুষ্ঠিত হয়।

 

Sharing is caring!