Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আপনাদের ঔষধ হলো আওয়ামী লীগ: জামায়াতকে ইঙ্গিত করে মির্জা আব্বাস

admin

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫ | ০৫:৩৩ অপরাহ্ণ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ | ০৫:৩৩ অপরাহ্ণ

ফলো করুন-
আপনাদের ঔষধ হলো আওয়ামী লীগ: জামায়াতকে ইঙ্গিত করে মির্জা আব্বাস

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কঠোর সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনে প্রার্থীতা নেওয়া অনেকেই নানা ধরনের বক্তব্য দিচ্ছেন, কিন্তু দেশের মানুষকে ধোঁকা দেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, “মানুষ খুব শিক্ষিত না হলেও একেবারে বোকা নয়—তাদের ধাপ্পা দেওয়া যাবে না।”

Manual7 Ad Code

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীতে সিদ্ধেশ্বরীতে আয়োজিত এক মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, কিছু প্রার্থী ধর্মীয় আবেগকে উসকে দিয়ে বলছেন—ভোট দিলে জান্নাত, না দিলে জাহান্নাম। তিনি অভিযোগ করেন, যারা একসময় বাংলাদেশ চায়নি, তারাই এখন ভোট চাইতে নেমেছে। তার দাবি, এ কারণে তাদের কণ্ঠস্বর উঁচু হয়েছে। “আওয়ামী লীগের মতো করতে পারব না—এ কারণেই তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। বলতে খারাপ শোনালেও, আপনাদের ঔষধ হলো আওয়ামী লীগ,” বলেন তিনি।

Manual8 Ad Code

জামায়াতকে ‘ধর্ম বিকৃতকারী এবং অসভ্য দল’ হিসেবে আখ্যায়িত করে মির্জা আব্বাস বলেন, বাংলাদেশের মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করার চেষ্টা সফল হবে না।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চান বিএনপির এই শীর্ষ নেতা।

Manual8 Ad Code

শেয়ার করুন