Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আবারও কটাক্ষের শিকার!

admin

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩ | ১১:৪৭ পূর্বাহ্ণ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৩ | ১১:৪৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
আবারও কটাক্ষের শিকার!

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক:
একের পর এক বক্স অফিস মাত করছেন বলিউডের সিনেমাগুলো। তবে সাফল্য ও প্রশংসা পেলেও সিনেমাগুলোর একাধিক তারকা অভিনয় নিয়ে কটাক্ষের শিকার হচ্ছেন হরহামেশা। সেই তালিকায় কিছুদিন আগেই যুক্ত হন জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন।

Manual6 Ad Code

তার অভিনীত ‘পাঠান’ সিনেমাটি রেকর্ড গড়লেও একটি গানে নিজেকে খোলামেলাভাবে উপস্থাপন করায় রীতিমতো ট্রলের শিকার হতে হয় তাকে। এর কিছুদিন যেতে না যেতেই ব্যক্তিজীবন নিয়ে মন্তব্য করেও বেশ বিপাকে পড়েন তিনি। এবার নতুন করে এই পথে হাঁটলেন এই অভিনেত্রী।

Manual2 Ad Code

সম্প্রতি মুক্তি পেয়েছে তার বহুল আলোচিত ‘ফাইটার’ সিনেমার ট্রেলার। যেখানে ‘পাঠান’ সিনেমার রূপেই ধরা দিয়েছেন দীপিকা। কেউ কেউ সিনেমাটির নায়ক ঋত্বিক রোশনের সঙ্গে তার রোমান্স ভালোভাবে গ্রহণ করলেও বেশিরভাগই করছেন সমালোচনা। অযাচিতভাবে নিজেকে উপস্থাপন করেছেন দীপিকা বলেই মন্তব্য করছেন তারা।

যেমনটা দীপিকার কাছে তারা প্রত্যাশা করেন না। যে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাকে নিয়ে ট্রল করতে দেরি করছেন না নেটিজেনরা। সব মিলিয়ে চলতি বছর দীপিকার সিনেমা সাফল্য পেলেও ব্যক্তিজীবন নিয়ে চলছে নানা হাসি তামাশা।

তবে ‘ফাইটার’ সিনেমা দিয়ে কটাক্ষের শিকার হলেও ট্রেলারে অন্যান্য তারকার উপস্থিতি বেশ প্রশংসা কুড়িয়েছে। চমত্কার ভিএফএক্স, অ্যাকশন, ড্রামা, ইমোশন ও দেশপ্রেমে পরিপূর্ণ এই সিনেমা দর্শকদের প্রত্যাশা বাড়িয়ে তুলেছে। যা মুক্তির পর বক্স অফিসেও প্রভাব ফেলবে বলে মনে করছেন সিনেবোদ্ধারা।

Manual7 Ad Code

শেয়ার করুন