Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আবারও প্রার্থী হচ্ছেন হিরো আলম, লড়বেন যে আসন থেকে

admin

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫ | ১২:০৪ অপরাহ্ণ | আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ | ১২:০৪ অপরাহ্ণ

ফলো করুন-
আবারও প্রার্থী হচ্ছেন হিরো আলম, লড়বেন যে আসন থেকে

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
অভিনয় ও সামাজিক কর্মকাণ্ডে আলোচিত নাম আশরাফুল হোসেন ওরফে হিরো আলম আবারও সংসদ সদস্য নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে এবার বগুড়া নয়, ঢাকার ১৭ নম্বর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে হিরো আলম গণমাধ্যমকে বলেন, নির্বাচনে অংশ নেওয়া আমার কাছে শুধু জয়ের বিষয় না, এটা একটা প্রতিবাদের মাধ্যমও। আগে যেমন প্রতিবাদ করেছি, এবারও করব। দেশে এখন একটা সুষ্ঠু নির্বাচন হোক এটা সবার প্রত্যাশা। আমিও তাই চাই। কিন্তু নির্বাচন নিয়ে নানা টালবাহানা চলছে। সেজন্যই নির্বাচন করব। আমি ১০০ ভোট পেলেও কোনো সমস্যা নেই। নির্বাচন হোক, সুষ্ঠুভাবে হোক। মানুষ উৎসব করে ভোট দিতে আসুক।

Manual3 Ad Code

তিনি আরও বলেন, অনেক দলের প্রধানের সঙ্গে কথা হচ্ছে। আমি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। দলগুলো যেসব প্রস্তাব দিচ্ছে সেগুলো আমি মানতে পারব কি না সেটা ভেবে দেখছি। ব্যাটে-বলে মিললে কোনো দলে যাব। নইলে স্বতন্ত্র প্রার্থী হব।

Manual1 Ad Code

উল্লেখ্য, ঢাকা-১৭ আসনটি ঢাকার ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, বারিধারা, মহাখালী ও মিরপুরের কিছু অংশ নিয়ে গঠিত। এখানে মোট ভোটার রয়েছেন ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এই আসনে হিরো আলম আগেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

Manual8 Ad Code

শেয়ার করুন