Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আবাসিক হোটেল অভিযানে আটক ১৩

admin

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫ | ১২:২১ অপরাহ্ণ | আপডেট: ১৭ আগস্ট ২০২৫ | ১২:২১ অপরাহ্ণ

ফলো করুন-
আবাসিক হোটেল অভিযানে আটক ১৩

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
গাজীপুরের এক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১০ তরুণীসহ মোট ১৩ জনকে আটক করেছে পুলিশ।শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় মহানগরীর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকার দক্ষিণ বাংলা নামের আবাসিক হোটেল থেকে আটক করা হয় তাদের।

এ বিষয়ে জিএমপির বাসন থানার ওসি মো. শাহীন খান জানান, গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার দক্ষিণ বাংলা আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে। এমন গোপন খবর পেয়ে পুলিশ শনিবার সন্ধ্যায় ওই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১০ তরুণী ও যৌনকর্মী এবং পুরুষসহ মোট ১৩ জনকে আটক করে। এদিকে পুলিশের অভিযানের খবর পেয়ে হোটেল কর্মচারীরা পালিয়ে যান।

Manual6 Ad Code

আটকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার তাদেরকে আদালতে পাঠানো হবে। হোটেলটিতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলে আসছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল বলেও জানান ওসি।

Manual3 Ad Code

শেয়ার করুন