Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আভিশকার ব্যাটে রানের পাহাড়ে চট্টগ্রাম

admin

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪ | ০৩:১০ অপরাহ্ণ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৪ | ০৩:১০ অপরাহ্ণ

ফলো করুন-
আভিশকার ব্যাটে রানের পাহাড়ে চট্টগ্রাম

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট পর্বে নিজেদের প্রথম ম্যাচে বড় সংগ্রহ পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আভিশকা ফার্নান্দোর অপরাজিত ৯১ রানের ঝোড়ো ইনিংসে ফরচুন বরিশালকে ১৯৪ রানের টার্গেট দিয়েছে বন্দর নগরীর দলটি।

Manual4 Ad Code

শনিবার (২৭ জানুয়ারী) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বন্দর নগরীর দলটির হয়ে সর্বোচ্চ ৯১ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন আভিশকা ফার্নান্দো।

Manual2 Ad Code

টস হেরে ব্যাটিং নেমে শুরুতেই তানজিদ হাসান তামিমকে হারায় চট্টগ্রাম। তাইজুল ইসলামের প্রথম ওভারের শেষ বলে ৫ বলে ১২ রানে ফেলেন বাঁহাতি ওপেনার। নিজের দ্বিতীয় ওভারে আবারও উইকেট পান তাইজুল। ইমরানউজ্জামানকে ৪ রানে সরাসরি বোল্ড করে বিদায় করেন টাইগার স্পিনার। তৃতীয় উইকেটে আভিশকা ফার্নান্দো ও শাহাদাত হোসেন দিপু ৭০ রানের জুটি গড়েন। ২৯ বলে ৩১ রান করেন শাহাদাত দিপু।

শেয়ার করুন