Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : খন্দকাল মুক্তাদির

admin

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫ | ১১:৪৭ অপরাহ্ণ | আপডেট: ০২ অক্টোবর ২০২৫ | ১১:৪৭ অপরাহ্ণ

ফলো করুন-
আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : খন্দকাল মুক্তাদির

Manual4 Ad Code

নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনসহ সকল আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

Manual3 Ad Code

তিনি বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে ৭নং ওয়ার্ডের পাড়া ও আঞ্চলিক কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূল থেকে সকল নেতাকর্মীকে একযোগে কাজ করতে হবে। ধানের শীষ দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্খার প্রতীক। জনগণের অধিকার প্রতিষ্ঠা, ভোটাধিকার ফিরিয়ে আনা এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য বিএনপি লড়াই করেছে দীর্ঘ ১৭ বছর। দেশের সাধারণ কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, চাকরিজীবীসহ প্রতিটি মানুষ আজ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও দুর্নীতির কারণে দিশেহারা হয়ে পড়ে ছিলো তা থেকে দেশকে উত্তলনে অতিথের মত কাজ করছে বিএনপি।

তিনি আরও বলেন, ধানের শীষের বিজয় মানে হলো মানুষের বিজয়, দেশের বিজয়। আমাদের প্রতিটি নেতাকর্মী সাধারণ মানুষের সুখ-দুঃখ পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেন। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে এই সকল বার্তা গুলো পাড়া মহল্লা পৌছে দিতে হবে আমাদের।

Manual7 Ad Code

 

৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম সায়েমের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব।

 

সভায় বক্তব্যে রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, জিয়াউল হক জিয়া, লল্লিক আহমদ চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন