Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আমিরাতে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার বাসীর নির্বাচনি আলোচনা সভা

admin

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪ | ১২:২১ অপরাহ্ণ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৪ | ১২:২২ অপরাহ্ণ

ফলো করুন-
আমিরাতে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার বাসীর নির্বাচনি আলোচনা সভা

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সাত তারিখ সারাদিন, নৌকা মার্কায় ভোট দিন এই স্লোগানকে সামনে রেখে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ও সাবেক সফল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সমর্থনে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

শুক্রবার (৫ জানুয়ারি) আজমানের একটি বাসভবনে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার প্রবাসীদের আয়োজনে নির্বাচনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন আজমান আওয়ামীলীগের সভাপতি ও গোলাপগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম। সাধারণ সম্পাদক এম এ মুকিদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কমিউনিটি নেতা ও গোলাপগঞ্জের কৃতি সন্তান হাজী এম এ রব।

Manual8 Ad Code

বিশেষ অতিথি ছিলেন আজমান আওয়ামীলীগের সহ সভাপতি কয়েস আহমদ, বাহাউদ্দিন বাহার, আলাউদ্দিন, রমিজ আহমদ, জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক রফিক উদ্দিন, আমিরাত আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক হোসাইন মাহমুদ আলতাফ, আজমান আওয়ামীলীগের প্রচার সম্পাদক সাইফুর রহমান।

Manual8 Ad Code

বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়নে আওয়ামীলীগের বিকল্প নেই। বর্তমানে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ মনোনিত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। গোলাপগঞ্জ-বিয়ানীবাজার বাসী ঐক্যের মাধ্যমে আবারো নুরুল ইসলাম নাহিদকে বিজয়ী করে এলাকার উন্নয়নে এমপি নির্বাচিত করবেন।

উপস্থিত ছিলেন মিসবাহ উদ্দিন, সাইফুল ইসলাম, আলী আহমদ, শাহীন আহমদ, দেলোয়ার আহমদ, বাবুল আহমদ, আব্দুল কাদির, আব্দুর রাজ্জাক, সাকিবুল ইসলাম, রাকিবুল ইসলাম, আইনুল ইসলাম, আহসান আহমদ, সায়েদ আহমদ, জহির উদ্দিন, আবুল হোসেন প্রমুখ।

Manual7 Ad Code

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং শেষে দেশ ও জাতির কল্যানে মোনাজাত করা হয়।

শেয়ার করুন