Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

‘আমি শোকাহত, দুঃখিত এবং লজ্জিত’

admin

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫ | ১২:৩৭ অপরাহ্ণ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ | ১২:৩৭ অপরাহ্ণ

ফলো করুন-
‘আমি শোকাহত, দুঃখিত এবং লজ্জিত’

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual1 Ad Code

দুর্বৃত্তের গুলিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির মৃত্যু এবং পরবর্তী সহিংস ঘটনাপ্রবাহের প্রতি ইঙ্গিত করে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে দেওয়া এক পোস্টে তিনি নিজেকে শোকাহত, দুঃখিত ও লজ্জিত বলে উল্লেখ করেছেন।ফেসবুক পোস্টে আবুল কালাম আজাদ মজুমদার লেখেন, ‘আমি শোকাহত, দুঃখিত এবং লজ্জিত।’

Manual4 Ad Code

ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সেখানে তার মৃত্যু হয়।

এর আগে, গত শুক্রবার জুমার নামাজের পর প্রচারণা শেষে রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান বিন হাদি।

এদিকে, তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ঢাকাসহ সারাদেশে বিক্ষোভে ফেটে পড়ে ইনকিলাব মঞ্চসহ জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র–জনতা। রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন বিক্ষুব্ধরা। এ সময় তাদের একাংশ দেশের শীর্ষ দুটি সংবাদপত্র প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দেয়। ঘটনাস্থলে উপস্থিত বিশিষ্ট সাংবাদিক ও সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকে লাঞ্ছিত করার অভিযোগও ওঠে।

Manual1 Ad Code

এছাড়া ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ধানমন্ডিতে অবস্থিত সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের ভবনেও ভাঙচুর চালানো হয়।

অন্যদিকে, চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ ছাত্র–জনতা। কোথাও কোথাও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Manual5 Ad Code

শেয়ার করুন