Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আম্বরখানায় বিপুল পরিমাণ বিদেশি মদসহ আটক ২

admin

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩ | ০২:৪০ অপরাহ্ণ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩ | ০২:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
আম্বরখানায় বিপুল পরিমাণ বিদেশি মদসহ আটক ২

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর আম্বরখানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এসএমপি এয়ারপোর্ট থানা পুলিশ ও কোতোয়ালী থানা পুলিশের অভিযানের এসময় দুই জনকে আটক করা হয়।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত ১টার সময় এ অভিযান চালানো হয়।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সিপন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতরা হচ্ছেন কিশোরগঞ্জের বাজিতপুর থানার চন্দ্রগ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে রকিবুল ইসলাম রুবেল ও কেরানীগঞ্জ চুনকুটিয়া আমিনপাড়ার রফিকুল ইসলামের ছেলে লিটন (৩৯)।

Manual8 Ad Code

জানা যায়, এয়ারপোর্ট থানা পুলিশ সিলেট ভোলাগঞ্জ সড়কের বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে একটি প্রাইভেটকারকে ধাওয়া করে আম্বরখানা পয়েন্টে গতিরোধ করে। পরে তল্লাশি চালিয়ে শাড়ি ও ওড়না পেঁচানো অবস্থায় বিপুল পরিমাণ মদসহ দুই জনকে আটক করা হয়।

পুলিশ কর্মকর্তা মঈন উদ্দিন সিপন জানান, এয়ারপোর্ট থানা এলাকার কাকুয়ার পার হতে ধাওয়া দিয়ে নগরীর আম্বরখানা পয়েন্ট এলাকা থেকে প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-খ-১৫৮৯৩৬) মাধ্যমে পরিবহনের সময় বিপুল সংখ্যক মদসহ দুই জনকে আটক করে পুলিশ। এসময় প্রাইভেটকারটি জব্দ করাসহ তাদের কাছ থেকে প্রায় ৫৯১টি মদের বোতল উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

শেয়ার করুন