Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আর নয় অন্যের টিকিটে ভ্রমণ : সিলেটে রেলের ২৫ যাত্রীকে জরিমানা

admin

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫ | ০১:৩০ অপরাহ্ণ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ | ০১:৩০ অপরাহ্ণ

ফলো করুন-
আর নয় অন্যের টিকিটে ভ্রমণ : সিলেটে রেলের ২৫ যাত্রীকে জরিমানা

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগ অনেক দিনের। দীর্ঘদিন ধরে টিকিট বিক্রির অনিয়ম, দালালচক্রের দৌরাত্ম্য আর যাত্রী হয়রানিতে বিরক্ত সাধারণ মানুষ। সম্প্রতি ঢাকা-সিলেট মহাসড়কে যানজট ও দুর্ভোগ বেড়ে যাওয়ায় ট্রেনের প্রতি আগ্রহ বেড়েছে যাত্রীদের। আর এই সুযোগে সক্রিয় হয়ে উঠেছে এক শ্রেণির টিকিট ব্যবসায়ী ও দালালচক্র। ‘টিকিট যার, ভ্রমণ তার’- এই স্লোগানকে সামনে রেখে র‌্যাব-৯ টিকিট কালোবাজারি রোধে মাঠে নেমেছে।

Manual4 Ad Code

গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) জেলা প্রশাসনের সহযোগিতায় র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল রেলস্টেশনে অভিযান পরিচালনা করে। অভিযানে পাহাড়ীকা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেস ট্রেনে নামের অমিল, ভিন্ন গন্তব্যে ভ্রমণ এবং বিনা টিকিটে যাত্রার অভিযোগে অন্তত ২৫ জন যাত্রীকে ১৫ হাজার টাকার বেশি জরিমানা করা হয়।

Manual6 Ad Code

র‌্যাব জানায়, অভিযান চলবে নিয়মিতভাবে। যাত্রী হয়রানি ও টিকিট বাণিজ্যে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় যাত্রীরা জানান, টিকিট বিক্রি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই অনলাইন কোটা শেষ হয়ে যায়। পরে সেই টিকিটগুলোই বেশি দামে কালোবাজারে বিক্রি করা হয়।

যাত্রীদের দাবি—রেল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত তদারকি থাকলে এই অনিয়ম বন্ধ হবে, এবং প্রকৃত যাত্রীরা স্বস্তিতে ট্রেনে ভ্রমণ করতে পারবেন।

Manual6 Ad Code

শেয়ার করুন