আল্লামা মুশাহিদ আহমদ বায়মপুরী রহঃ

Daily Ajker Sylhet

admin

১১ মার্চ ২০২৩, ০২:০০ অপরাহ্ণ


আল্লামা মুশাহিদ আহমদ বায়মপুরী রহঃ

১৯০৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি হাদীস বিশারদ হিসেবে উপমহাদেশের খ্যাতিমান একজন আলেম। সিলেটের কানাইঘাট দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস ছিলেন।
পাশাপাশি সিলেট আলিয়া মাদ্রাসা-সহ ভারত-বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতাও করেন।১৯৬২ সালে পাকিস্তানের মেম্বার অব ন্যাশনাল অ্যাসেম্বলি (এমএনএ) নির্বাচিত হন। একাধারে আরবি,উর্দু ,বাংলা ভাষায় অনেক গ্রন্থও রচনা করেন।
হজ্বে গিয়ে মক্কার ইমামের মাসয়ালায় ভুল ধরে বিশ্বে আলোড়ন সৃষ্টি করেন সিলেটের এই মনীষী।
১৯৭১ সালের ৭ ফেব্রুয়ারি ঈদুল আজহার রাতে ইন্তেকাল করেন, তাঁর হাতেগড়া প্রতিষ্ঠান কানাইঘাট দারুল উলুম মাদ্রাসায় তাকে সমাহিত করা হয়।

Sharing is caring!