আল-আকসা মসজিদের ভেতরে সংঘর্ষ
০৫ এপ্রি ২০২৩, ০৩:০১ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক:
বুধবার (৫ এপ্রিল) ভোরে জেরুজালেমের আল-আকসা মসজিদের ভেতরে সংঘর্ষের ঘটনা ঘটে। আন্দোলনকারীদের’ তাড়াতে প্রবেশ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। ইসরায়েলি পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানায় সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের ইসলামি গোষ্ঠী হামাস ইসরায়েলের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে একে ‘নজিরবিহীন অপরাধ’ বলে অভিহিত করেছে। গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাস গোষ্ঠী আল-আকসা মসজিদ রক্ষার জন্য ফিলিস্তিনি নাগরিকদের সেখানে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, আতশবাজি, লাঠি ও পাথর বহনকারী ‘আন্দোলনকারীদের’ সরিয়ে দিতে তারা মসজিদে প্রবেশ করে। মুসলমানদের পবিত্র রোজার মাসে ইসরাইল অধিকৃত পুরাতন শহর পূর্ব জেরুজালেমের মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সংঘর্ষ ও সহিংসতা দেখা গেছে।
আল-আকসা মসজিদে হাজার হাজার মুসলমান এই পবিত্র মাসে নামাজ পড়তে আসেন। জায়গাটি ইহুদিদের কাছেও পবিত্র। তাদের কাছে এটি টেম্পল মাউন্ট নামে পরিচিত।