ইউক্রেনে প্রেসিডেন্ট পদে লড়তে চান ওয়াগনারপ্রধান!

Daily Ajker Sylhet

admin

১২ মার্চ ২০২৩, ০৮:৪৪ পূর্বাহ্ণ


ইউক্রেনে প্রেসিডেন্ট পদে লড়তে চান ওয়াগনারপ্রধান!

অনলাইন ডেস্ক :
রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন জানিয়েছেন, তিনি ইউক্রেনের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন।

ইয়েভজেনি প্রিগোজিন শনিবার তার এ উচ্চাকাঙ্ক্ষার কথা জানান। এ জন্য তিনি একটি রাজনৈতিক দল গঠন করারও চিন্তাভাবনা করছেন বলে জানান। খবর আনাদোলুর।

টেলিগ্রামে এক ভিডিওবার্তায় ওয়াগনার গ্রুপের প্রধান এসব কথা বলেছেন। তিনি আরও বলেন, ২০২৪ সালে ইউক্রেনে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হতে পারে।

ইয়েভজেনি প্রিগোজিন আরও জানান, নির্বাচনে তিনি সাবেক প্রেসিডেন্ট পেত্রো পরোশেনকো এবং বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচনে তিনি জয়ী হলে ইউক্রেনে আর যুদ্ধ থাকবে না, সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। বর্তমানে প্রতি মাসে ওয়াগনার গ্রুপের ১০ হাজার টন গোলাবারুদ প্রয়োজন হচ্ছে। এসব যুদ্ধাস্ত্রের জন্য এক বিলিয়ন ডলার খরচ করতে হচ্ছে রাশিয়াকে।

Sharing is caring!