Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউরোর মৃত্যুকূপে ইতালি, সহজ গ্রুপে পর্তুগাল

admin

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩ | ১২:৫৫ অপরাহ্ণ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৩ | ১২:৫৫ অপরাহ্ণ

ফলো করুন-
ইউরোর মৃত্যুকূপে ইতালি, সহজ গ্রুপে পর্তুগাল

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক:
আগামী বছরের জুন-জুলাই মাসে জার্মানিতে অনুষ্ঠিত হবে ইউরোপিয়ান ফুটবলের বড় আসর ইউরো। শনিবার (২ ডিসেম্বর) রাতে হামবুর্গে হয়েছে টুর্নামেন্টের ড্র। ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন ইতালি পড়েছে ‘গ্রুপ অফ ডেথে’।

‘বি’ গ্রুপে ইতালির সঙ্গী সাবেক চ্যাম্পিয়ন স্পেন আর জায়ান্ট কিলার ক্রোয়েশিয়া ও আলবেনিয়া। সর্বশেষ ইউরোতে সেমিফাইনালে খেলেছিল ইতালি আর স্পেন। স্পেনকে টাইব্রেকারে হারিয়েই ফাইনালে উঠে ইতালিয়ানরা। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল আজ্জুরিরা।

Manual2 Ad Code

স্বাগতিক জার্মানি পড়েছে ‘এ’ গ্রুপে। তাদের সঙ্গে আছে হাঙ্গেরি ও সুইজারল্যান্ডের মতন সমীহ জাগানিয়া দল। এই গ্রুপের আরেক দল স্কটল্যান্ড।

তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। তুরস্ক ও চেক প্রজাতন্ত্রের ‘এফ’ গ্রুপে খেলবে প্লে-অফে ‘সি’ চ্যাম্পিয়ন দল।

২৪ দলের ইউরো কাপে স্বাগতিক হিসেবে সরাসরি খেলছে জার্মানি। বাকি ২৩ দলের মধ্যে ২০ দল জায়গা পেয়েছে বাছাই পেরিয়ে। প্লে-অফ থেকে আসবে তিন দল।

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ১৪ জুন জার্মানি-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে ইউরো কাপ। ১৪ জুলাই হবে ইউরোপ সেরা হওয়ার আসরের ফাইনাল।

ইউরো-২০২৪ এর ছয় গ্রুপ:

গ্রুপ ‘এ’: জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড

গ্রুপ ‘বি’: স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, আলবেনিয়া

Manual3 Ad Code

গ্রুপ ‘সি’: স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া, ইংল্যান্ড

গ্রুপ ‘ডি’: প্লে-অফ ‘এ’ বিজয়ী, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ফ্রান্স

Manual5 Ad Code

গ্রুপ ‘ই’: বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া, প্লে-অফ ‘বি’ বিজয়ী

গ্রুপ ‘এফ’: তুরস্ক, প্লে-অফ ‘সি’ বিজয়ী, পর্তুগাল, চেক রিপাবলিক

প্লে-অফের দলগুলো:

Manual5 Ad Code

প্লে-অফ ‘এ’: পোল্যান্ড, এস্তোনিয়া, ওয়েলস, ফিনল্যান্ড

প্লে-অফ ‘বি’: ইসরায়েল, বসনিয়া, ইউক্রেইন, আইসল্যান্ড

প্লে-অফ ‘সি’: জর্জিয়া, গ্রিস, কাজাখস্তান, লুক্সেমবার্গ

শেয়ার করুন