Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালিতে গ্রে প্তা র সিলেটের মাহবুব

admin

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫ | ০৯:২৮ অপরাহ্ণ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ | ০৯:২৮ অপরাহ্ণ

ফলো করুন-
ইতালিতে গ্রে প্তা র সিলেটের মাহবুব

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

ইতালির পেস্কারা ও আবরুৎসো অঞ্চলে চালানো এক অভিযানে মাহবুব আহমেদ (৪৫) নামে এক বাংলাদেশিকে গ্রেপ্তারের খবর প্রকাশ করেছে স্থানীয় সংবাদমাধ্যম।

Manual7 Ad Code

জানা যায়, মানবপাচার ও ভুয়া অভিবাসন চক্রের বিরুদ্ধে চালানো অভিযানে গত ৩ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়। গ্রেপ্তার মাহবুব আহমেদের গ্রামের বাড়ি বাংলাদেশের সিলেটে।পুলিশ জানায়, মাহবুব আহমেদের নেতৃত্বে পরিচালিত এই চক্র দেক্রেতো ফ্লুসির সুযোগকে অপব্যবহার করে ভুয়া জব কনট্রাক্ট ও নথিপত্র তৈরি করে শত শত বাংলাদেশিকে অবৈধভাবে ইতালিতে প্রবেশ করায়। অভিবাসীদের কাছ থেকে চড়া মূল্যে অর্থ আদায় করে চক্রটি প্রায় ৩ মিলিয়ন ইউরো (৩৬ কোটি টাকার বেশি) হাতিয়ে নেয়।

Manual2 Ad Code

তদন্তে আরও জানা গেছে, এ চক্রের বিরুদ্ধে অবৈধ অভিবাসন পরিচালনা, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজির চেষ্টা এবং ডাকাতির মতো গুরুতর অভিযোগও রয়েছে।

Manual6 Ad Code

এই মামলায় ইতোমধ্যে আরও ১৯ জনকে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে। তাদের অনেকেই নথি প্রস্তুত, অর্থ লেনদেন এবং লোক সংগ্রহের কাজে যুক্ত ছিল বলে ধারণা করা হচ্ছে।চক্রটির সঙ্গে কিছু স্থানীয় ইতালীয় নাগরিক অসাধু ব্যবসায়ীও জড়িত ছিল। যারা ভুয়া কোম্পানির মাধ্যমে কাগজপত্র তৈরি করে দিত ক্লিক ডে-র জন্য।

শেয়ার করুন