Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইয়াবা কারবারি ফরিদ গ্রেফতার

admin

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫ | ০২:০৬ অপরাহ্ণ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ | ০২:০৬ অপরাহ্ণ

ফলো করুন-
ইয়াবা কারবারি ফরিদ গ্রেফতার

Manual7 Ad Code

 

স্টাফ রিপোর্টার:
সিলেটের কোম্পানীগঞ্জের কালাইরাগ এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী ফরিদ উদ্দিনকে (৪০) গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে ৫শত ৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১ লাখ সাড়ে ৭৫ হাজার টাকা বলে জানায় বিজিবি।

Manual6 Ad Code

রবিবার (২৩ নভেম্বর) রাতে বিজিবি গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। সোমবার (২৪ নভেম্বর) সকালে গ্রেফতারকৃত ফরিদ উদ্দিনকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। সে কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালীবাড়ি গ্রামের আব্দুল মন্নাফের ছেলে।

Manual6 Ad Code

এসব তথ্য নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ। তিনি জানান, বিজিবি অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফরিদ উদ্দিনকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা হয়েছে।

Manual5 Ad Code

শেয়ার করুন