ইরানে বিমান বিধ্বস্ত: দুর্ঘটনার পরেও এক ঘণ্টা বেঁচে ছিলেন যিনি
২০ মে ২০২৪, ০৮:৪৫ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক:
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদোল্লাহিয়ানসহ হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন বলে ইরানের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ক্রুসহ সর্বমোট নয়জন এই দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন।
ওই দুর্ঘটনার ব্যাপারে আরও কিছু বিস্তারিত তথ্য এসেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টার আরোহীদের মধ্যে ছিলেন মোহাম্মদ আলী আল-হাশেম। হাশেম তাবরিজের জুমার ইমাম ছিলেন। এছাড়াও তিনি ছিলেন ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি।
ইরানের ক্রাইসিস ম্যানেজমেন্ট এজেন্সি’র প্রধান মোহাম্মদ নামি’র মতে আল হাশেম দুর্ঘটনার পরেও পুরো একটি ঘণ্টা বেঁচে ছিলেন। এমনকি তিনি প্রেসিডেন্টের কার্যালয়ে যোগাযোগেরও চেষ্টা করেছিলেন।
দেশটির স্থানীয় সময় আজ সোমবার সকালে পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি ও তুষারাবৃত এলাকায় ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পায় অনুসন্ধানী দল। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, সেখানে প্রাণের কোনো চিহ্ন নেই। পুরো হেলিকপ্টারটি ভস্মীভূত হয়ে গেছে।
এর আগে, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার এলাকায় একটি ‘হিট সোর্স’ (উত্তপ্ত স্থান) সনাক্ত করেছিল তুরস্কের পাঠানো ড্রোন।