ঈদের কেনাকাটা নিয়ে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

Daily Ajker Sylhet

admin

১৬ এপ্রি ২০২৩, ০১:০৫ অপরাহ্ণ


ঈদের কেনাকাটা নিয়ে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গায় ঈদের মার্কেট করতে না পারায় পরিবারের সঙ্গে অভিমান করে সুর্বনা (২০) নামে এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। শনিবার বিকালে গোসলখানার আড়ার সঙ্গে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

তিনি উপজেলার কালামৃধা ইউনিয়নের দোলকুনদী গ্রামের শহিদুল মুন্সির কন্যা ও একই গ্রামের আল আমিনের স্ত্রী। খবর পেয়ে পুলিশ রাতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পারিবারিক সূত্রে জানা যায়, এক বছর আগে একই এলাকার আল আমিনের সঙ্গে সুর্বনার বিয়ে হয়। স্বামী আল আমিন সিলেটে একটি কোম্পানিতে দীর্ঘদিন ধরে চাকরি করছেন। গত দুই সপ্তাহ ধরে সুর্বনা তার বাবার বাড়ি বেড়াতে গিয়ে অবস্থান করছিলেন। শনিবার দুপুরে ঈদের মার্কেট নিয়ে সুর্বনার সঙ্গে তার স্বামীর মোবাইলে ও বাবা-মায়ের ঝগড়া হয়। বিকালে সুর্বনাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন পরিবারের লোকজন। পরে গোসলখানায় তার দেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন।

এ ব্যাপারে ভাঙ্গা থানার এসআই সিরাজ জানান, ধারণা করা হচ্ছে— পরিবারের লোকজনের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Sharing is caring!