উজানের পাহাড়ি ঢলে গোয়াইনঘাট প্লাবিত
৩০ মে ২০২৪, ০৫:২৯ অপরাহ্ণ
গোয়াইনঘাট সংবাদদাতা:
ভারি বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গোয়াইনঘাট উপজেলার সিংহভাগ এলাকা প্লাবিত হয়েছে। বর্তমানে গোয়াইনঘাট উপজেলার ৭০ ভাগের বেশি এলাকা বন্যর পানিতে প্লাবিত রয়েছে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি মেম্বারদের সমন্বয়ে স্থানীয় ভলান্টিয়ারদের মাধ্যমে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে।
পানি বন্দী মানুষকে উদ্ধারে জাফলং পর্যটক ঘাটের দেড় শতাধিক নৌকা এবং প্রতিটি ইউনিয়নের স্থানীয় নৌকা সমূহ ব্যবহার হচ্ছে। এ পর্যন্ত ২৬ টি আশ্রয়কেন্দ্রে মোট ২৩৫৬ জন লোক আশ্রয় নিয়েছেন। গবাদি পশু আশ্রয় নিয়েছে ৬৪৫ টি।
বন্যা দুর্গত বিপুল সংখ্যক জনগণ নিকটস্থ আত্মীয়-স্বজনের নিরাপদ উঁচু স্থাপনাতেও আশ্রয় নিয়েছেন। মোট ১ হাজার ৬৬০ হেক্টর আবাদি জমির ফসল পানিতে নিমজ্জিত। গোয়াইনঘাট উপজেলার প্রায় ৩৪৩ বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত। এ পর্যন্ত বন্যা দুর্গত মোট পরিবার সংখ্যা: ৪২ হাজার ৯০০ টি। মোট বন্যা দুর্গত জনগণ সংখ্যা: ২ লক্ষ ৪৫ হাজার ৯৫০ জন।
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম বলেন, পানিবন্দী লোকজনদের উদ্ধারে উপজেলা প্রশাসন,স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও ইউপি সদস্যগন কাজ করছেন।