উঠানে খেলছিল ফাবিয়া, পুকুরে মিলল নিথর দেহ

Daily Ajker Sylhet

admin

০৮ জুন ২০২৪, ০৬:২২ অপরাহ্ণ


উঠানে খেলছিল ফাবিয়া, পুকুরে মিলল নিথর দেহ

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জে পানিতে ডুবে ফাবিয়া আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ফাবিয়া জেলার দোয়ারাবাজার উপজেলার সদরের লামাসানিয়া গ্রামের জামাল উদ্দিনে মেয়ে।

শনিবার (৮ জুন) সকাল ১১ টার দিকে সদর ইউনিয়নের লামাসানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার সকালে ফাবিয়া তার নিজ বসতবাড়ি সংলগ্ন উঠানে খেলাধুলা করেছিল। এক পর্যায়ে শিশুটির খোঁজ হলে বাড়িতে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেন। পরে তাদের বাড়ির সামনের পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।

Sharing is caring!