Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

এইচএসসির ফল জানা যাবে যেভাবে

admin

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৩ | ১১:২৩ পূর্বাহ্ণ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ | ১১:২৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
এইচএসসির ফল জানা যাবে যেভাবে

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
এইচএসসি ও সমমানের ২০২৩ সালের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফল প্রকাশ হচ্ছে আজ।

Manual1 Ad Code

রোববার (২৬ নভেম্বর) সকাল ১০টায় শিক্ষামন্ত্রী দীপু মনি ও বোর্ড চেয়ারম্যানরা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১১টি শিক্ষা বোর্ডের ফলের অনুলিপি হস্তান্তর করবেন। এরপরই প্রধানমন্ত্রী চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন।

Manual3 Ad Code

এরপরই শিক্ষার্থীরা মোবাইল এসএমএস ও বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন। পরবর্তীতে দুপুর ২টায় ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।

Manual7 Ad Code

ফল জানা যাবে যেভাবে

প্রতিবারের মত এবারও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে।

বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়েও ফল মিলবে।

এছাড়াও মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2023 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসেই পাওয়া যাবে ফল।

আলিমের ফল পেতে ALIM লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2023 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

Manual7 Ad Code

কারিগরি বোর্ডের ক্ষেত্রে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2023 লিখে 16222 নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

শেয়ার করুন