একই সঙ্গে দুই প্রেমিকাকে বিয়ে করলেন যুবক
১২ মার্চ ২০২৩, ০৮:৫১ পূর্বাহ্ণ
অনলাইন ডেস্ক:
দুই প্রেমিকার সঙ্গেই আলাদাভাবে লিভ-ইন করতেন যুবক। দুজনকেই নাকি গত তিন বছর ধরে ভালোবাসেন তিনি। অবশেষে দুজনের সম্মতিতে একই আসরে দুই প্রেমিকাকে বিয়ে করেছেন ওই যুবক।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে ভাদ্রাদ্রি কোথাগুডেম জেলার এক গ্রামে এ বিয়ে সম্পন্ন হয়েছে। সেই সময় এতে উপস্থিত ছিলেন গ্রামের অনেক বাসিন্দা।
জানা যায়, তাদের বিয়ে হওয়ার কথা ছিল বৃহস্পতিবার সকালে; কিন্তু তাদের বিয়ে নিয়ে নানা কথা ছড়িয়ে পড়ায় তিন পরিবারের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তাই ঝামেলা এড়াতে বুধবার রাতেই তারা বিয়ে করে ফেলেন।
ইরাবরু গ্রামের বাসিন্দা সাত্তিবাবু নামে এক যুবকের আলাদা দুই গ্রামের স্বপ্না ও সুনিতার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, সুনিতা ছেলেসন্তানের জন্ম দেয় এবং স্বপ্না দেয় মেয়েসন্তানের।
তাদের পরিবার প্রথমে সাত্তিবাবুর সঙ্গে বিয়ে দিতে রাজি ছিল না। তবে তিনি দুই পরিবারকে রাজি করাতে সক্ষম হন। সাত্তিবাবু তার বিয়ের কার্ডে তার দুই প্রেমিকার নামই লিখেন। এর পরেই এটি ভাইরাল হয় এবং ওই গ্রামে কিছু সাংবাদিক যায়। এতে করে ওই তিন পরিবারের মধ্যে ভয় ঢুকে যে তাদের বিয়েতে কেউ বাধা দিতে পারে। তাই তারা আগেই বিয়ে সেরে ফেলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, সাত্তিবাবুরা আদিবাসী সম্প্রদায়ের, সেখানে এখনো বহুবিবাহের প্রচলন আছে।