Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

এক দিনে সিলেটের ৩ প্রবাসীর মৃত্যু

admin

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ০১:৩০ অপরাহ্ণ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ০১:৩০ অপরাহ্ণ

ফলো করুন-
এক দিনে সিলেটের ৩ প্রবাসীর মৃত্যু

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
মধ্যপ্রাচ্যের সৌদি আরব ও কাতারে ২৩ ফেব্রুয়ারি রোববার পৃথক সময়ে কুলাউড়া উপজেলার বাসিন্দা ৩ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Manual4 Ad Code

জানা যায়, মধ্যপ্রাচ্যের কাতারের আল কুর শহরে রাজমিস্ত্রির কাজ করেন কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পূর্ব রংগীরকুল গ্রামের তোতা মিয়ার ছেলে আব্দুল খালিক (৪২)। রোবাবার বিকালে ঢালাইয়ের কাজ করার সময় মেশিনের আঘাতে আব্দুল খালিক গুরুতর আহত হন। আহত আব্দুল খালিককে দ্রুত উদ্ধার করে আল কুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

Manual7 Ad Code

এদিকে সৌদি আরবের জেদ্দা শহরে রোববার দুপুরে বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শামীম আহমদ (৩৮) নামক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শামীম আহমদ উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দক্ষিণ গিয়াস নগর লামাপাড়া গ্রামের মৃত মজম্মিল আলীর ছেলে। মার্চ মাসের প্রথম সপ্তাহে তার দেশে ফেরার কথা ছিল।

এছাড়া সৌদি আরবের মদিনা শহরে রোববার রাতে কোন এক সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মো. মতিউর রহমান (৬২) নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন থেকে মদিনা শহরে কাজ ও বসবাস করতেন। নিহত মো. মতিউর রহমান উপজেলার বরমচাল ইউনিয়নের মাধবপুর গ্রামের মোল্লাবাড়ির মৃত আব্দুস ছাত্তারের ছেলে। তাকে মদিনায় মসজিদ আল হারামে জানাজার পর সেখানেই দাফন করা হবে।

Manual1 Ad Code

শেয়ার করুন