Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

এতদিন অপেক্ষায় ছিলাম এই দিনটির: পরীমনি

admin

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩ | ০১:৪১ অপরাহ্ণ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৩ | ০১:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
এতদিন অপেক্ষায় ছিলাম এই দিনটির: পরীমনি

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক:
মাদকের মামলায় হাজতবাস, ছাড়া পেয়েই বিয়ে, এরপর সন্তানের মা হওয়া, দাম্পত্য কলহ—নানা ঝামেলা আর ব্যস্ততায় প্রায় দুই বছর সিনেমার শুটিং থেকে দূরে ছিলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। অবশেষে লাইট-ক্যামেরার সামনে ফিরলেন। রোববার থেকে শুরু করলেন ‘ডোডোর গল্প’ নামে একটি সিনেমার শুটিং।

Manual7 Ad Code

 

কাজে ফিরে পরীমনি বললেন, ‘এতদিন এই দিনটির অপেক্ষায় ছিলাম। দুটি বছর এই প্রিয় জায়গাটি থেকে দূরে থাকতে হয়েছে। ফেরার জন্য মুখিয়ে ছিলাম। অবশেষে ফেরা। ভীষণ ভালো লাগছে দ্বিতীয় ইনিংসে ফিরতে পেরে।’

নতুন সিনেমা প্রসঙ্গে এই নায়িকা বললেন, ‘ডোডোর গল্প’ হতে যাচ্ছে অন্যরকম একটি গল্পের সিনেমা। ভিন্ন ঘরানার একটি চরিত্রে এ সিনেমায় দেখা যাবে আমাকে। আশা করি সিনেমাটি মুক্তি পেলে সবার পছন্দ হবে।’

Manual1 Ad Code

 

জানা যায়, প্রথম দিনের শুটিংয়ে পরীমনি ছাড়াও অংশ নেন ছোটপর্দার সুপরিচিত অভিনেতা আহসান হাবিব নাসিম। একটানা কাজ করে শেষ হবে সিনেমাটির দৃশ্য ধারণ। চলতি বছরই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন ‘ডোডোর গল্প’র প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ।

 

এদিকে, এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পরীমনি জুটি বেঁধেছেন চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে। এখানে কাজল চৌধুরী চরিত্রে অভিনয় করছেন পরীমনি। সাইমন রয়েছেন একজন ফটোগ্রাফারের। সিনেমাটি পরিচালনা করছেন কথাসাহিত্যিক রেজা ঘটক। এর কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপও তার।

Manual5 Ad Code

‘ডোডোর গল্প’ সিনেমাটি ২০২১-২২ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এটির প্রযোজনায় রয়েছেন নাজমুল হক ভূঁইয়া (খালেদ)। নির্বাহী প্রযোজকের দায়িত্বে আছেন খাদেমুল জাহান।

Manual3 Ad Code

 

প্রসঙ্গত, অন্তঃসত্ত্বা অবস্থায় পরীমনি শেষ শুটিং করেন ‘মা’ নামে একটি সিনেমার। যেটি চলতি বছরে মুক্তি পায়। সেটির পরিচালনায় ছিলেন অরণ্য আনোয়ার। এই সিনেমায় মুক্তিযুদ্ধকালীন সময়কার একজন মায়ের চরিত্রে অভিনয় করেন পরীমনি। দীর্ঘ বিরতির পর এবার ‘ডোডোর গল্প’ নিয়ে ফিরলেন ঢালিউডের ‘ডানা কাটা পরী’।

শেয়ার করুন