Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

এবার তোশাখানা মামলায় ১৪ বছরের জেল ইমরান ও তার স্ত্রীর

admin

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪ | ০২:১০ অপরাহ্ণ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৪ | ০২:১০ অপরাহ্ণ

ফলো করুন-
এবার তোশাখানা মামলায় ১৪ বছরের জেল ইমরান ও তার স্ত্রীর

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক:
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তোশাখানা মামলায় ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার স্ত্রী বুশরা বিবিকেও ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। খবর জিও টিভি।

Manual2 Ad Code

আজ (৩১ জানুয়ায়ি) ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) বিশেষ আদালতের বিচারক মুহাম্মদ বশির রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে এই রায় ঘোষণা করেন। আদালত সাবেক এই প্রধানমন্ত্রী ও তার স্ত্রীকে ১০ বছরের জন্য অযোগ্য ঘোষণা করেছেন। অর্থাৎ এই রায় কার্যকর হওয়ার পর আগামী ১০ বছর কোনো রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হতে পারবেন না তারা। পাশাপাশি এই দম্পতিকে ১৫৭ কোটি ৩০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে।

Manual1 Ad Code

আদিয়ালা কারাগারে আগের শুনানির সময় আদালত ৩৪২ ধারায় বুশরা বিবির বক্তব্য রেকর্ড করেছিল। রায় ঘোষণার সময় বুশরা বিবি আদালতে উপস্থিত ছিলেন না।

Manual4 Ad Code

ইমরান আদালতকে বলেন, তার স্ত্রীর এই মামলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাকে জোর করে টেনে এনে অপমান করা হচ্ছে।

শুনানির শুরুতে বিচারক ইমরানকে বক্তব্য রেকর্ড করেছেন কি না জিজ্ঞাসা করলে তিনি বলেন, তার আইনজীবীরা এলে তিনি বক্তব্য জমা দেবেন।

পিটিআই প্রতিষ্ঠাতা বলেন, ‘শুনানির জন্য হাজিরা দিতে আমাকে ডাকা হয়েছিল। আগে থেকে কিছু না জানিয়েই রায় ঘোষণা করা হয়েছে। আমার সাথে প্রতারণা করা হয়েছে।’

৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের আট দিন আগে এই রায় আসলো। সরকারি গোপনীয়তা আইনের অধীনে প্রতিষ্ঠিত একটি বিশেষ আদালত ইমরান ও তার পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের জন্য ১০ বছরের কারাদণ্ড দেওয়ার ঠিক একদিন পরে এই রায় এলো।

Manual7 Ad Code

শেয়ার করুন