Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

এমপি মিলাদ গাজীর মেয়ে মারা গেছেন

admin

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩ | ১২:২০ অপরাহ্ণ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৩ | ১২:২০ অপরাহ্ণ

ফলো করুন-
এমপি মিলাদ গাজীর মেয়ে মারা গেছেন

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজের (মিলাদ গাজী) মেয়ে গাজী ফায়হা রওশন ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন)

Manual8 Ad Code

রবিবার (১০ ‍ডিসেম্বর) দিবাগত রাত ১ টা ২০ মিনিটের সময় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে আত্মীয়-স্বজনরা জানিয়েছেন।

Manual3 Ad Code

মৃত্যুকালে গাজী ফায়হা রওশনের বয়স হয়েছিল ২৫ বছর। সোমবার (১১ ডিসেম্বর) সিলেট দরগাহ মসজিদে জানাজা নামাজ শেষে তাকে দরগাহ কবরস্থানে দাফন করা হবে।

গাজী ফায়হা ২০০৮ সালে দশম শ্রেণীতে পড়াকালীন সময়েই কিডনী রোগে আক্রান্ত হন। প্রথমে সপ্তাহে ২ দিন ও পরে সপ্তাহে ৩ দিন ডায়ালাইসিস করতে হতো। এই অবস্থাতেই মেধাবী ছাত্রী গাজী ফায়হা লেখাপড়া চালিয়ে যান এবং কৃতিত্বের সঙ্গে বিবিএ পাশ করেন।

Manual8 Ad Code

করোনাকালীন সময়ে ইন্ডিয়া থেকে তার কিডনি প্রতিস্থাপন করে আনা হয়। এক বছর ভাল গেলেও পুনরায় কিডনী জটিলতা দেখা দেয়। এরই মধ্য নতুন করে নিউমোনিয়া রোগে আক্রান্ত হলে গত ২০ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ দিন লাইফ সাপোর্টে থাকার পর তিনি ইহকাল ত্যাগ করেন।

শেয়ার করুন