Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

এসএমপি কমিশনারের মধ্যস্থতায় ‘মিলেমিশে’ চলার প্রতিশ্রুতি পরিবহন শ্রমিকদের

admin

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪ | ১০:০৬ অপরাহ্ণ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ | ১০:০৬ অপরাহ্ণ

ফলো করুন-
এসএমপি কমিশনারের মধ্যস্থতায় ‘মিলেমিশে’ চলার প্রতিশ্রুতি পরিবহন শ্রমিকদের

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

অবশেষে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনারের মধ্যস্থতায় বিরোধ নিষ্পত্তি হয়েছে পরিবহন শ্রমিকদের। সদ্য সমাপ্ত নির্বাচন নিয়ে সৃষ্ট বিরোধ নিয়ে বিভক্তির অবসান ঘটিয়ে উভয় পক্ষ ‘মিলেমিশে’ ঐক্যবদ্ধভাবে কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছে

Manual2 Ad Code

শুক্রবার এসএমপি’র মিডিয়া সেল থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে প্রেরণ করেন।

Manual7 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৩ নভেম্বর সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত ও ফলাফল প্রকাশিত হয়। নির্বাচনের পর সভাপতি পদে বিজয়ী ও পরাজিত প্রার্থীর মধ্যে বিরোধ দেখা দিলে বৃহস্পতিবার বিকেল ৩টায় এসএমপি সদর দপ্তরে উভয় পক্ষ নিয়ে বৈঠকে বসেন এসএমপি কমিশনার মো. রেজাউল করিম, পিপিএম-সেবা।

বৈঠকে পুলিশ কমিশনার বলেন, নির্বাচনের সময় পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে পুলিশ, সেনাবাহিনী, আনসার, ভিডিপি ও র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করেন। সিটিএসবিসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরাও নির্বাচন পর্যবেক্ষণ করেন।

পুলিশ কমিশনার বলেন, নির্বাচনে প্রশাসনের পক্ষ থেকে শতভাগ স্বচ্ছতার সাথে সব কার্যক্রম পরিচালিত হয়েছে। যেসব অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে, তা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সঠিক পথে পরিবহন শ্রমিকদের এগিয়ে যেতে হবে।

পুলিশ কমিশনার এবং উপস্থিত অন্যান্য সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে পরাজিত প্রার্থীরা ফলাফল মেনে নিয়ে একত্রে কাজ করার অঙ্গিকার করেন।

Manual1 Ad Code

সভায় আরো উপস্থিত ছিলেন- সেনাবাহিনী, বিআরটিএ, ডিজিএফআই, সড়ক ও জনপথ বিভাগ, র‌্যাব-৯, সিলেট সিটি কর্পোরেশনের প্রতিনিধিবৃন্দ, সিলেট বাস মালিক সমিতি, সিলেট জেলা ট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়ন, সিলেট জেলা সিএনজি অটোরিক্সা মালিক সমিতি, লেগুনা শ্রমিক ইউনিয়ন, সিলেট জেলা ট্রাক মালিক সমিতি, সিলেট জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, সিলেট জেলা সড়ক পরিবহন ইউনিয়ন এর সদস্যবৃন্দ এবং কুমারগাঁও বাস টার্মিনাল শ্রমিক সভাপতি ও সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের প্রধান কমিশনার।

Manual3 Ad Code

শেয়ার করুন