Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ওয়ান ইলেভেন সরকার ছিল অসৎ উদ্দেশ্যপ্রণোদিত সরকার: তারেক রহমান

admin

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫ | ০২:৩৮ অপরাহ্ণ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ | ০২:৩৮ অপরাহ্ণ

ফলো করুন-
ওয়ান ইলেভেন সরকার ছিল অসৎ উদ্দেশ্যপ্রণোদিত সরকার: তারেক রহমান

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে ‘ওয়ান ইলেভেন’ নামে পরিচিত সেই সময়ের সরকারের কার্যক্রমকে উদ্দেশ্যপ্রণোদিত ও অসৎ হিসেবে বর্ণনা করেছেন। প্রায় দুই দশক ধরে যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমান বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বলেছেন, সেই সরকার দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও রাজনৈতিক পরিবেশকে ধ্বংস করার চেষ্টা করেছিল।

২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এবং নির্বাচনের রোডম্যাপ কেমন হবে—এমন ইস্যুতে শুরু হওয়া আন্দোলনের ধারাবাহিকতায় তৎকালীন প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার পদ থেকে সরে গিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেন। সেই সময়ে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকা নির্বাচনও বাতিল করা হয়।

Manual1 Ad Code

ওই বছরের প্রথম দুই মাসে ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার প্রায় দেড়শোর বেশি রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন শ্রেণির ব্যক্তিকে আটক করে। এর মধ্যে ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। পরবর্তীতে খালেদা জিয়ার ছেলে ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমানকেও গ্রেপ্তার করা হয়। পরে চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যে চলে যান।

বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে ওয়ান ইলেভেন সরকারের সময়ের মূল্যায়ন করতে গিয়ে তারেক রহমান বলেন, ‘এক বাক্যে বা সংক্ষেপে বলতে হয়, এক এগারোর সরকার ছিল একটি উদ্দেশ্যপ্রণোদিত, অসৎ উদ্দেশ্যপ্রণোদিত সরকার। আমরা দেখেছি, সেই সরকার দেশের রাজনীতি ও গণতান্ত্রিক ভিত্তিকে ধীরে ধীরে গড়ে ওঠার মধ্যেই ভেঙে দিতে চেয়েছিল। তারা রাজনীতিকে বিরাজনীতিকরণ করতে চেয়েছিল এবং দেশের জনজীবনকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চেয়েছিল।’

Manual3 Ad Code

তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি, তারা গণতন্ত্রের নামের আড়ালে ভিন্ন রূপ ধারণ করেছিল। নির্বাচিত প্রতিনিধি ও জনগণের অংশগ্রহণে গড়ে ওঠা রাজনৈতিক প্রক্রিয়াকে তারা ধ্বংস করতে চেয়েছিল, যা দেশের জন্য খুবই ক্ষতিকর প্রমাণিত হয়েছিল।’

Manual1 Ad Code

বিবিসি বাংলার প্রশ্নের জবাবে তিনি আরও জানান, ‘আমরা দেশকে সামনে নিয়ে যেতে চাই। অতীত থেকে শিক্ষা নেওয়া গুরুত্বপূর্ণ, তবে আমাদের দৃষ্টি দেশের ভবিষ্যতের দিকে রাখতে হবে। এক এগারোর সরকারের সেই সময়কাল আমাদের শিক্ষা দিয়েছে যে, দেশের স্বার্থ ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে সবসময় রক্ষা করা অত্যন্ত জরুরি।’

Manual1 Ad Code

শেয়ার করুন