ওসমানীনগরের সা জা প্রাপ্ত আসামী সিলেট থেকে গ্রেফতার

Daily Ajker Sylhet

admin

০৭ মার্চ ২০২৪, ০৭:৪০ অপরাহ্ণ


ওসমানীনগরের সা জা প্রাপ্ত আসামী সিলেট থেকে গ্রেফতার

ওসমানীনগর প্রতিনিধি:
১০টি গ্রেফতারী পরোনা ও ৫ বছর ৬ মাস বিনাশ্রম কারাদন্ড ভূক্ত এবং ৬৭ লক্ষ ৫৫ হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে ওসমানীনগর থানার পুলিশ। গ্রেফতারকৃত ইকবাল হোসেন (৪৮)।

উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের একারাই গ্রামের আব্দুল মালিকের পুত্র।

বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে সিলেট শহরের শাহপরান (রহ:) থানার সবুজভাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ওসমানীনগর থানার সিআর সাজা ০৮টি ও সিআর ০২টিসহ মোট-১০টি মামলায় গ্রেফতারী পরোয়ানা ভূক্ত ও দীর্ঘদিন পলাতক ছিলো ইকবাল হোসেন।

বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদুক হক।

Sharing is caring!